বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির দশম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের কুমারশীল মোড়ে দি আলাউদ্দিন সঙ্গিতাঙ্গন মিলসায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স।
এ সময় তিনি বলেন মৗলিক সংস্কার ছাড়া মুক্তি আসবে না।দ্বি- কক্ষ বিশিষ্ট সংসদ অপ্রয়োজনীয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড অ্যাড. হাসান তারিক চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন উদযাপন পরিষদের আহবায়ক আহমদ হোসেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সিপিবির সভাপতি কমরেড অ্যাড. সৈয়দ মোঃ জামাল সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে জেলা ও উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন