আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মনোনয়ন নিয়ে দলীয় ক্ষেত্রে চরম উত্তেজনার ইঙ্গিত মিলেছে। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও নূরে আলম ছিদ্দিকীর সমর্থকরা উপস্থিত ছিলেন।
নূরে আলম বলেন, “আমি দলের ছোট পদে রয়েছি, কিন্তু যারা বড় পদে আছে তারা এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এই আসন থেকে বিগত সময়ে কেন্দ্রীয় বিএনপির অর্থ ও নৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে এবার শ্যামল দলের ব্রাইটেল পদে থাকার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।”
তবে কি নূরে আলমের এই মন্তব্য দলীয় শৃঙ্খলা, আসন বণ্টন ও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিতে পারে।
নূরে আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করব এবং জনগণ ধানের শীষকে বিজয়ী করবে।”