ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকায় ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী ২ জননিহত হয়েছেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজি চালক সাদেক মিয়া (৩৮) ও যাত্রী পপি আক্তার (১৯)।সাদেক মিয়া কসবা উপজেলার মান্দারপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম হেফজু মিয়া অপরদিকে, পপি আক্তার কসবার শিকারপুর গ্রামের বাসিন্দা। তিনি ইয়াজুল ইসলামের স্ত্রী এবং ইসলাম মিয়ার কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক ও নারী যাত্রী নিহত হন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আখাউড়া রেলওয়ে থানার একজন কর্মকর্তা বলেন, "রেলক্রসিং অতিক্রম করার সময় সতর্ক না থাকায় এ দুর্ঘটনা ঘটে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।"
এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।