বিদেশে পাঠানোর নামে টাকা নিয়ে প্রতারণার মামলার আসামি নুরুজ্জামান নামের এক ব্যক্তিকে আদালত থেকে জামিনে বের হওয়ার পরপরই প্রকাশ্যে তুলে নিয়ে যায় বাদী পক্ষরা। পরে পুলিশ অভিযান চালিয়ে নুরুজ্জামানকে উদ্ধার ও বাদী পক্ষের লোকজনসহ মাইক্রোবাসটি আটক করে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।
এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় নুরুজ্জামান ও তার ভাই রাজুকে কিছু লোক মারধর করতে করতে একটি মাইক্রোবাসের দিকে টেনেহিচড়ে নিয়ে যাচ্ছেন। এসময় রাজু তার ভাইকে মাইক্রোর ভিতরে নিতে বাধা দিচ্ছেন। এসময় তাকেও মারধর করে তার ভাই নুরুজ্জামানকে তারা তুলে নিয়ে যায়।
জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে নুরুজ্জামান বিদেশে পাঠানোর জন্য গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের পারভেজ মোস্তাকিমসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা নেন। নুরুজ্জামান বিদেশে পাঠাতে ব্যর্থ হওয়ায় মোস্তাকিম নুরুজ্জামানের বিরুদ্ধে মেহেরপুর আমলি আদালতে মামলা দায়ের করেন। মঙ্গলবার নুরুজ্জামান ওই মামলায় জামিন নিয়ে আদালত থেকে বের হওয়ার পরপরই বাদী পারভেজ মোস্তাকিমের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শত শত মানুষের উপস্থিতিতে তাকে মারধর করে একটি মাইক্রোবাসে তুলে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আদালত চলাকালীন সময়ে কিছু ব্যক্তি একজনকে বেদম প্রহার করে আদালত চত্বরের থাকা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় কিছু ব্যক্তির তাদেরকে বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়।
নুরুজ্জামানের ভাই রাজু আহমেদ জানান, গাংনী উপজেলা রামদেবপুর গ্রামের পারভেজ আশরাফ এর সাথে বিদেশ গমনের জন্য টাকা নেওয়া কেন্দ্রিক ২৭ লক্ষ টাকার একটি মামলা মেহেরপুর আদালতে চলমান রয়েছে। আদালত এক মাসের জামিন মঞ্জুর করলে ক্ষিপ্ত হয়ে পারভেজ ও তার সাথীরা নুরুজ্জামানকে তুলে নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেসবাহ উদ্দিন বলেন, বিদেশে পাঠানোর টাকা নিয়ে বিজ্ঞ আদালতে নুরুজ্জামানের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। নুরুজ্জামান আজকে আদালত থেকে এক মাসের জামিন পেলে তাকে মারধর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া নামক স্থান থেকে মাইক্রোবাসসহ মামলার বাদী পারভেজ ও তার সাথীদের আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।