এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেই আবার তাদের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কারণ আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে লঙ্কানদের জয়েই নিশ্চিত হতো টাইগারদের পরবর্তী রাউন্ড। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। এখন আবার সুপার ফোরেই শ্রীলঙ্কার মুখোমুখি লিটন দাসের দল।
লঙ্কানদের বিপক্ষে ৬ উইকেটে গ্রুপ পর্বে হারলেও আজ রোমাঞ্চকর ম্যাচের আশা করছেন, টাইগারদের বোলিং কোচ শন টেইট। সেই লক্ষ্যে শুরুতে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা আবার শোকাবহ আবহে ম্যাচটা খেলতে নামছে। আফগানিস্তান ম্যাচের পর বাবা মারা যাওয়ার দুঃসংবাদ পান শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগে। দুনিথের বাবার মৃত্যুতে এদিন এক মিনিটের নীরবতা পালন করা হয়।
একাদশে কারা
শ্রীলঙ্কা একাদশে কোনও পরিবর্তন আনেনি। আফগানিস্তান ম্যাচের একাদশ নিয়েই খেলছে। তবে বাংলাদেশ দুটি পরিবর্তন নিয়ে খেলছে। উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে বাদ দেওয়া হয়েছে। একাদশে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (উইকেট রক্ষক ও অধিনায়ক), জাকের আলী, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকাম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, দুশমন্থ চামিরা ও নুয়ান থুশারা।