মেহেরপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে তারিক নামের এক নির্মাণ শ্রমিক গুরুত্বর আহত হয়েছে। বরিবার দুপুরে শহরের জার্মান বাংলা এলাকায় জনৈক সেলিম নামের এক ব্যক্তির ৫তলা নির্মাণাধীন ভবনে রড বাধায়ের কাজ করার সময় এই ঘটনা ঘটে। আহত তারিক সদর উপজেলার গোভীপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত খোকনের ছেলে।
জানা গেছে, ৫তলা ওই নির্মাণাধীন ভবনে রড বাধায়ের কাজ করছিলেন তারিক। এসময় অসাবধানতা বসত রড বিদ্যুৎতের মেইন তারের সাথে লেগে গিয়ে তারিক বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরুত্বর আহত হন।
ভবনে কর্মরত অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা বার্ন ইউনিটে রেফার্ড করে।