ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও উৎসবকে শান্তিপূর্ণ এবং আনন্দমুখর করতে জেলা বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
শনিবার রাতে শহরের শিমরাইলকান্দি শ্রী শ্রী সর্বজনীন শারদীয় দুর্গা উৎসব কমিটির আয়োজনে মহাশশ্মান কালীবাড়ীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
উৎসব কমিটির সাধারণ সম্পাদক তপন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, প্রচার সম্পাদক মাহিন, সহ-সাংগঠনিক নাসির আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী যুবদল কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি সর্বদা জনগণের ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। তাই পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। কোনো দুষ্কৃতকারী যাতে পূজা মণ্ডপে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
সভায় জানানো হয়, প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। পাশাপাশি প্রয়োজনীয় স্থানে স্বেচ্ছাসেবক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
বক্তারা আরও বলেন, বিএনপি সর্বদা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। তারেক রহমানের নির্দেশে সারাদেশেই বিএনপি নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে পূজা উদযাপনে সার্বিক সহায়তা প্রদান করছে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি পূজা মণ্ডপেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।