টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কী ও গোড়াই ইউনিয়নে একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি এই পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি ডিএম শওকত আকবর, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম মতিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা প্রমুখ।