"দেশের গ্রাম থেকে শহর সবখানেই দ্রুত ছড়িয়ে পড়ছে ব্যাটারি চালিত অটো রিকশা ও ইজি বাইক। স্বল্প খরচে যাত্রী পরিবহন সম্ভব হলেও এর কারণে তৈরি হচ্ছে নানামুখী সমস্যা। একটি ব্যাটারি চালিত রিকশা চার্জ করতে প্রচুর পরিমানে বিদ্যুৎ খরচ হয়, যার ফলে গ্রামে ও শহরে লোডশেডিং দিন দিন বেড়ে যাচ্ছে ফলে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।
এদিকে অদক্ষ চালক, নিরাপত্তাহীন যানবাহন আর ট্রাফিক আইন না মানায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। শহরের প্রধান সড়কে এসব ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষিদ্ধ হলেও, আইনের তোয়াক্কা না করে প্রধান সড়কে চলাচল করছে, বাড়ছে সড়কে যানজটও।
শুধু তাই নয়, পুরনো ব্যাটারি ফেলার কোনো সঠিক ব্যবস্থা নেই। এতে সীসার মতো ক্ষতিকর পদার্থ মাটি ও পানিতে মিশে মারাত্মক পরিবেশ দূষণের ঝুঁকি তৈরি করছে।
বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি রিকশা সাময়িকভাবে যাতায়াত সহজ করলেও, দীর্ঘমেয়াদে এটি দেশের বিদ্যুৎ ব্যবস্থা, পরিবেশ এবং অর্থনীতির জন্য হুমকি হয়ে উঠতে পারে। তাই জরুরি ভিত্তিতে প্রয়োজন কার্যকর নীতি ও কঠোর তদারকি।"