বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের অতি দূর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তের দায়িত্ব পালন করছে। আলীকদম ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি দূর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত স্থানীয় পাহাড়ী নৃ-গোষ্ঠী ও অন্যান্য গোত্রের অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময়ে মানবিক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকান্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী হীত্যাদি বিতরণ করে আসছে।
এছাড়াও পাহাড়ী নৃ-গোষ্ঠীসহ অন্যান্য সম্প্রদায়ের যে কোন ধর্মীয় উৎসব/অনুষ্ঠানে বিজিবি কর্তৃক আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ়করণে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক কর্তৃক সোমবার (২৯ সেপ্টেম্বর) তারিখ আলীকদম উপজেলার বিদ্যমান ০৫টি পূজামন্ডপ সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়ে পূজামন্ডপ পরিচালনা কমিটি ও দায়িত্বরত স্থানীয় প্রশাসনের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিজিবি টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদরে বিজিবি মনিটরিং সেল গঠনের মাধ্যমে পূজামন্ডপ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে মর্মে সকলকে আশ্বস্থ করেন।
উল্লেখ্য, আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী কর্তৃক পূজামন্ডপ পরিদর্শনকালীন আলীকদম উপজেলার মোট ০৫টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। এ জাতীয় সৌহার্দ্যপূর্ণ কর্মকাণ্ড বিজিবি এবং পাহাড়ী বাঙালীসহ বিভিন্ন সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
এ সময় আলীকদম উপজেলার পূজামন্ডপ পরিচালনা কমিটির সভাপতি/সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও বিজিবি তথা আলীকদম ব্যাটালিয়নের পক্ষ হতে এ সকল সৌহার্দ্য ও সম্প্রীতিমূলক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে।