বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ বলেছেন, ‘মুনাফিকদের আখ্যায়িত করে দল থেকে বের করুণ’
বুধবার (১ অক্টোবর) সকালে নিজ বাসভবনে আয়োজিত ছাত্রদল ও যুবদলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশা দেন।
শফিকুর রহমান কিরন বলেন, যারা দলের তথ্যা এবং আমার পরিকল্পনা বহিঃশত্রুর কাছে ডেলিভারি দিচ্ছেন। এই তথ্যা আমার কাছে এসেছে। ছাত্রদল এবং যুবদল শরীয়তপুর ২ আসনে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে সখিপুর থানায়।
তিনি আরও বলেন, আমাদের মধ্যে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে দাঙ্গা-হাঙ্গামার মতো অরাজনৈতিক আচরণের পায়তারা করবে। সেটা থেকে বিরত থাকতে হবে। কোনো অবস্তাতে সংঘাতে জড়ানো এবং ছড়ানো যাবে না। তারেক রহমান শান্তিপ্রিয় আমাদের ওনার দিকনির্দেশনা নিয়ে রাজনীতি করতে হবে।
শফিকুর রহমান কিরন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা আজকে গুটিকয়েক মুনাফিকের কারনে আমাদের যেই স্বপ্ন ধূলিসাৎ করতে পারে এমন কাউকে দলে রাখা যাবে না। যার যার দায়িত্ব সে সে পালন করবেন মাথায় রাখতে হবে মুনাফিকদের আখ্যায়িত করা ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল ও বিএনপি আপনারা নিজেরাই বের করেন কে মুনাফিক। আপনারা তাদের আচার আচরণেই প্রকাশ পাবেন কারা এসব কাজ করছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহম্মেদ মাসুম বালা ও সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার। আরও উপস্থিত ছিলেন সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদার ও সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালা সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা।