এখন যেভাবে জনগনের পাশে আছি, আমি যদি এমপি হিসেবে নির্বাচিত হই তারপরেও জনগনের পাশে থাকবো। জনগনের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।
এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ২ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে গ্রীন সিগনাল পেয়ে তার নিজ নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জের দন্ডপাল ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের নিয়ে আলোচনা করার সময় গণমাধ্যম কর্মীদের সাথে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১ কোটি ফ্যামেলী কার্ড করা হবে। ফ্যামেলী কার্ডের মাধ্যমে তারা সুযোগ সুবিধা ভোগ করবে। আপনারা এখন বসে না থেকে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করবেন। জামায়াতে ইসলামীর লোকজন মহিলাদেরকে ম্যানেজ করার জন্য চেষ্টা চালাচ্ছে।
দন্ডপাল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে ফরহাদ হোসেন আজাদ নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন আমি দীর্ঘ তিন যুগ ধরে বোদা ও দেবীগঞ্জের মাটি ও মানুষের সাথে কাজ করে আসছেন। সামনের নির্বাচনে তার পক্ষ হয়ে সকল নেতাকর্মীদের প্রত্যেক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপি’র পক্ষে জনসচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান। সেই সাথে বেকারত্ব দূরীকরণে বিভিন্ন কার্যক্রম হাতে নিবেন বলে জানান তিনি।
তিনি আরো জানান, আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রিলেশন কমিটির সদস্য। পঞ্চগড়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। যারা ক্রিকেট ও ফুটবলে জাতীয় দলের হয়ে খেলছে।
আমি নির্বাচনে বিজয়ী হলে মাদক নির্মূল, অনলাইন ক্যাসিনো, জুয়া বন্ধ করবো। সকল প্রকার অন্যায়, দুর্নীতি বন্ধের বিষয়ে কার্যকরী ভূমিকা পালন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফরহাদ হোসেন আজাদ।
তিনি সকল নেতাকর্মীদের একতাবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে এলাকার স্থানীয় লোকদের সাথে মিলেমিশে জনকল্যাণমূলক কাজ করার আহ্বান জানান।
এসময় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আইয়ুব আলী, সহ সভাপতি ডাঃ নজরুল ইসলাম, সুন্দরদীঘি ইউনিয়ন বিএনপির সভ হারেজ আলী, সাধারন সম্পাদক আব্দুল বারেক শাহ, দন্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ আজম, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা, সহ সভাপতি ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলামসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।