মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের কবরস্থানের পাশে একটি বাঁশ বাগানে ফেলে যাওয়া সদ্য ভুমিষ্ট সেই নবজাতকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা সমাজসেবা অফিসার আরশাদ আলী জানান, ভুমিষ্ট হওয়ার পর তার নাড়ি কাটা হয়নি। বাগানে ফেলে রাখায় বেশ অসুস্থ হয়ে পড়েছিল। গেল দুদিন মেহেরপুর জেনারেল হাসপাতালের ইনকিউবেটারে ছিল। গতকাল সন্ধ্যায় কিছুটা সুস্থ হওয়ায় শিশুটিকে আইসিইউতে রাখা হয়েছিল। রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেয়।
গত ৩০ সেপ্টেম্বর দুপুরে মটমুড়া গ্রামের একটি বাঁশবাগানে সদ্য ভুমিষ্ট হওয়া কন্যা শিশুকে উদ্ধার করে নেওয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। গাংনী উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সহায়তায় চিকিৎসা চলছিল। পরিচয় বিহীন কন্যা শিশুটির দত্তক নিতে আশা প্রকাশ করেছিলেন অনেকে। এখনও পর্যন্ত শিশুটির পিতামাতার পরিচয় মেলেনি।
শিশুটির দাফনের বিষয়ে গাংনী উপজেলা সমাজসেবা অফিসার আরশাদ আলী জানান, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত হলে শিশুটির দাফন করানো হবে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনার পর থেকেই শিশুটির পিতামাতার পরিচয় জানার চেষ্টা চলছে। তবে এখনও হদিস মেলেনি। ভবিষ্যতে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য শিশুটির ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।