ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আইনাডোবা এলাকায় রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের শহীদ মেম্বারের বোনের বাড়ি সংলগ্ন কবরস্থানের পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আশরাফুল হক বাবু। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহতের বড় ভাই মোঃ শহীদুল হক বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা ধারালো দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে বাবুর ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে বাবুর মাথা ও হাতে দা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর জখম হন। পরে লাঠি-রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় বাবুর কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—চিলোকুট গ্রামের শহীদুল হকের ছেলে জিলানী, ওয়াদুদ মুন্সীর ছেলে ইমন মুন্সী, শহীদুল হকের ছেলে দুলাল মিয়া, মৃত আব্দুল ছাত্তার মুন্সীর ছেলে ওয়াদুদ মুন্সী, মৃত আব্দুল কাদেরের ছেলে শহীদুল হক, মৃত দুধ মিয়ার ছেলে শাহ আলমসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। এছাড়াও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানার বিরুদ্ধে হামলায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ এনেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”