
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত সহিংসতায় ১৬ জন নিহত হওয়ার ঘটনাটির দায় তার ওপর চাপিয়ে দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানানো হয়।
আজ রোববার দুপুরে পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতুলী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আলেম-ওলামাদের রক্ত ঝরানোর মূল পরিকল্পনাকারী ছিলেন মোকতাদির চৌধুরী। তার মদদেই ২০২১ সালের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মধ্য দিয়ে গঠিত অন্তর্বতী সরকার কেশালাচত্বর ও ব্রাহ্মণবাড়িয়ার হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করবে। তারা মোকতাদির চৌধুরী এবং তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমানকে আদালতে হাজির করে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিও জানান।
এসময় জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা মুফতি মোবারক উল্লাহ, সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।