দৈনিক কালবেলার অনলাইন সংস্করণে গত ৪ সেপ্টেম্বর দেবীগঞ্জে দরপত্র ছাড়াই কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ বিক্রির অভিযোগ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।
ঘটনার বিস্তারিত না জেনে আর অফিসে না এসে, গাছের স্পটে না এসে, কর্মকর্তাদের সাথে স্বাক্ষাত না করে এবং সত্যতা যাচাই না করেই এরকম মনগড়া সংবাদ ছাপানো হয়েছে। মূল বিষয় হলো গত ২৯ আগষ্ট তারিখে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটের কাছে সেতু নির্মানের জায়গায় কিছু গাছ কাটা হয় পরে সেসব গাছ দেবীগঞ্জ রেঞ্জ অফিসে এনে আলাদা করে রাখা হয়।
পরে অফিসে রাখা পুরাতন গাছের লগ দরপত্রের মাধ্যমে বিক্রি করার পর সে গাছের লগ গুলো ৪ সেপ্টেম্বর দরপত্র দাতা ভ্যান যোগে তার জায়গায় নিয়ে যান। সে লগে ইউক্লিপটাস গাছ ছিল সেখানে কোন মিনজিরি গাছ ছিলোনা। দরপত্রের মাধ্যমে ক্রয় করে নেয়া গাছগুলো ভ্যান যোগে রেঞ্জ অফিস থেকে বের করা হয়।
তখন দেবীগঞ্জ রেঞ্জ অফিসের সদর বিট কর্মকর্তা রিয়াজুল হাসনাত ও বাগান মালি সাজু ইসলাম উপস্থিত থেকে গাছের লগ গুলো বের করে দেন। বের করার সময় সেখানে নতুন কোন গাছ ছিলোনা। যে গাছগুলো দরপত্রের মাধ্যমে ক্রয় করে নিয়েছে সে তো ভ্যান যোগেই নিয়ে যাবে। আর সেখানে তো ভ্যানের চিন্হ থাকতেই পারে। এটাই স্বাভাবিক।
ভুয়া তথ্যের মাধ্যমে এসব মনগড়া নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মন্জুরুল ইসলাম
রেঞ্জ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)
দেবীগঞ্জ রেঞ্জ