বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি-কে দেওয়া ঐতিহাসিক সাক্ষাৎকার সাধারণ জনগণের সামনে তুলে ধরার এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন।
দীর্ঘ ১৭ বছর পর ৭ অক্টোবর দেওয়া এই সাক্ষাৎকারে তারেক রহমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, গণতন্ত্রের সংকট, জাতীয় স্বার্থ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া-৪) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূইয়া-এর নির্দেশনায় এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটির পূর্ণ প্রচারের ও আয়োজন করা হয়। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে। জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এই আয়োজনে।
তারেক রহমানের বক্তব্যে দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দিকনির্দেশনা স্পষ্টভাবে উঠে এসেছে। তারা মনে করেন, এই সাক্ষাৎকার দেশের তরুণ প্রজন্মের মাঝে নতুন রাজনৈতিক চেতনা সৃষ্টি করবে।
শেষে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের স্বার্থই সর্বাগ্রে। তারেক রহমানের এই সাক্ষাৎকারে তিনি যে জাতীয়তাবাদী বার্তা দিয়েছেন, তা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সংগ্রামী প্রতিটি মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে।”