শরীয়তপুর নড়িয়া উপজেলায় নাশকতার মামলায় জপসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মাদবর (৫৪)-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার জপসা ইউনিয়নের শেখপুরাকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি মৃত কফিল উদ্দিন মাদবরের পুত্র।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গত ২০ জুলাই আওয়ামী লীগের ডাকা হরতালের সময় নড়িয়ার মাঝিরহাট এলাকায় ঢাকা–শরীয়তপুর মহাসড়কে অবরোধ করে গাছপোড়ানোর ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় আব্দুর রাজ্জাকের সম্পৃক্ততা পাওয়া গেছে।”
ওসি আরও জানান, ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।