
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির বক্তব্য ও মতাদর্শের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে “বাঞ্ছারামপুর সচেতন মহিলা সমাজ”-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুনায়েদ সাকি বিভিন্ন সময়ে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধবিরোধী বক্তব্য দিয়েছেন, যা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ধর্মীয় চেতনাকে আঘাত করছে। তারা দাবি করেন, তার মাধ্যমে দেশে নাস্তিক্যবাদ ও ধর্মবিরোধী চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।
বক্তারা বলেন, “সমকামিতা স্বাভাবিকীকরণ, পারিবারিক মূল্যবোধ ধ্বংস এবং ধর্মীয় নীতিকে দুর্বল করার মাধ্যমে তরুণ সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে।”এ সময় বিক্ষোভকারীরা বাঞ্ছারামপুরে “ধানের শীষ” প্রতীক ব্যতীত অন্য কোনো রাজনৈতিক প্রতীককে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকেই সমর্থন জানানোর আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন সচেতন মহিলা সমাজের নেত্রী আছিয়া আক্তার, সানজিদা আক্তার ফারজানা, শাহেরা খাতুন, মোসাম্মদ নয়নসহ অন্যান্যরা।
সানজিদা আক্তার ফারজানা বলেন, “বাম রাজনীতির নামে ধর্মবিরোধী চিন্তাধারা বাঞ্ছারামপুরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। তরুণদের বিভ্রান্ত করার এ অপচেষ্টা সফল হবে না। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—ধানের শীষ ব্যতীত অন্য কোনো প্রতীক এখানে গ্রহণযোগ্য নয়।”
বক্তারা আরও বলেন, “বাম রাজনীতির আড়ালে যারা ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক স্থিতিশীলতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”
শেষে তারা ধর্মবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং নৈতিক মূল্যবোধ রক্ষায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।