চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌর শহরের সুগার মিল মাঠ থেকে শত শত মোটরসাইকেল নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে এই লংমার্চ বের হয়। সেখানে তিনি একটি পিকআপ ভ্যানে উঠে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
জানা গেছে, লংমার্চ পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তায় প্রথম পথসভা করে।বাংলাবান্ধার সিপাইপাড়া বাজারে দ্বিতীয় পথসভা করে। রাতে পঞ্চগড় পৌর শহরের জুলাই স্মৃতি স্তম্ভে সমাপনী বক্তব্য দিবেন সারজিস আলম।
প্রায় ১৬৫ কিলোমিটার দীর্ঘ এ লংমার্চে জেলার পাঁচ উপজেলার এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল দুর্নীতি বিরোধী লেখা ব্যানার ও প্ল্যাকার্ড। পাঁচ উপজেলার এনসিপির সদস্যরা তাদের মোটরসাইকেলের বহর নিয়ে পঞ্চগড় সুগার মিল মাঠে এসে জড়ো হন। পরে সেখান থেকে লং মার্চ তেতুঁলিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা হয়।