ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৈষম্য দুরিকরণসহ নানা দাবীতে শান্তিপুর্ন শিক্ষক সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পঞ্চগড়ের সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ মাদরাসার শিক্ষক, শিক্ষিকা, কর্মচারিরা পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে একত্রিত হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। পঞ্চগড় জেলা শহরের তেতুলিয়া পঞ্চগড় মহাসড়কের শেরেবাংলা পার্ক চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। পরে সেখানে শিক্ষক,কর্মচারিরা বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমবেশে বক্তারা বলেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা,কলেজ শিক্ষক ও কর্মচারিদের বাড়ি ভাড়া, চিকিৎসা, সহ নানা রকম দাবি করেন। তারা আরও বলেন, আমাদের দাবী মানতে হবে।
এ দাবী মানা না হলে আমাদের আন্দোলন চলতে থাকবে।
এসম শিক্ষক সমিতির জেলা সমন্বয় কারি ও কমলাপুর উচ্চ বিদ্যালয়ের উচ্চ শিক্ষক.জাহঙ্গীর আলম, জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক,মিজানুর রহমান,জহিরুল ইসলাম সহ বিভিন্ন এমপিওভুক্ত স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষক কর্মচারিরা উপস্থিত ছিলেন।