
মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনোনয়ন কে পাবেন এই বিতর্কে রিপন আলী (৩৫) নামের এক বিএনপি কর্মীকে ধারালো অস্ত্র হাসুয়ার কোপে রক্তাক্ত জখম করেছে বিএনপির অপর এক কর্মী। রিপন আলী গলায় মারাত্মক ক্ষত নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সে হিজলবাড়ীয়া গ্রামের খেদের আলীর ছেলে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামে বিএনপি কর্মী আকুব আলী তাকে কুপিয়ে জখম করে।
আহত রিপনের ছোট ভাই শিপন আলী জানান, আমার বাবা হিজলবাড়িয়া মোড়ে চা খাওয়ার সময় আগামী নির্বাচনের নমিনেশন হয়তো গাংনীতে আমজাদ হোসেন এবং মেহেরপুরে মাসুদ অরুণ পেতে পারে বলে আলোচনা করে। ওখানে আমাদের প্রতিবেশী ভাই আকুব আলী এই কথা শোনার পর আমার বাবাকে তেড়ে মারতে আসে। পরে লোকজন দুজনকে সরিয়ে দেয়। এসময় আমার বাবা বাড়ি ফিরে আসে। পরে আকুব আলী আমাদের বাড়ির সামনে দিয়ে সাইকেল নিয়ে মাঠে ঘাস কাটতে যাচ্ছিল। এ সময় আমার বড় ভাই তাকে জিজ্ঞাসা করে কেন বাবার সাথে এমন আচরণ করেছেন। এ সময় আমার বড় ভাই একটু উত্তেজিত হয়ে তার কাছাকাছি গেলে আকুবের কাছে থাকা হাসোয়া দিয়ে গলায় কোপ মারে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।