 
																
								
                                    
									
                                 
							
														
আনন্দ বাজার আদর্শ মসজিদের মুয়াজ্জিন মাওলানা নুরুদ্দিনকে আনুষ্ঠানিক ভাবে বিদায় দেয়া হয়েছে। দীর্ঘ ৫৫ বছর তিনি এই মসজিদের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার বিদায়কে কেন্দ্র করে এক আবেগঘন পরিবেশ তৈরী হয়।
এ সময় অনেককেই নীরবে চোখের পানি ফেলতে দেখা যায়। মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এর পক্ষে গতকাল শুক্রবার জুম্মার নামাজের আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইসতিয়াক ভূইয়া তার হাতে আর্থিক সম্মাননার চেক তুলে দেন। এছাড়া এই মসজিদের সাবেক খতিব মরহুম মাওঃ আশেক এলাহির পরিবারকে আর্থিক সম্মাননা প্রধান করা হয়।
এসময় মসজিদের খতিব মাওঃ আবু বকর, সানি ইমাম, মুফতি আমিনুল ইসলাম, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা (কচি), মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুলসহ মসজিদ কমিটির সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও নিউ মার্কেট, আনন্দ বাজার, সড়ক বাজারের ব্যবসায়ী প্রতিনিধিসহ বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসল্লি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবনির্বাচিত কমিটির উদ্যেগে গত ৬ই অক্টোবর জেলা প্রশাসক ও আনন্দ বাজার মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এক সভায় সর্ব সম্মতিক্রমে মসজিদের সাবেক খতিব মরহুম মাওলানা আশেক এলাহি ও সাবেক মোয়াজ্জেম নুর উদ্দিনকে আর্থিক সম্মাননার বিষয়টির সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার মরহুম আশেক এলাহির পরিবার ও সাবেক মোয়াজ্জেম নুর উদ্দিনের হাতে আর্থিক সম্মাননার চেক হস্তান্তর করা হয়।