
বিজয়নগরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন বিএনপি-এর আয়োজনে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর বর্ণাঢ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বিজয়নগর উপজেলার পত্তন উচ্চবিদ্যালয়ের মাঠে (ফুলবাড়িয়া) এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শাকিল স্পোর্টিং ক্লাব বিজয়নগর ২–০ গোলে পরাজিত করে আজমপুর ফুটবল একাদশ আখাউড়া-কে।
খেলা উপভোগ করতে মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও পত্তন ইউনিয়ন বিএনপি’র সভাপতি কালাম মিয়া।
পরিচালনা করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বোখারী মোল্লা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এসময় তিনি বলেন, “এই যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিএনপি যদি এবার জনগণের ভোটে নির্বাচিত হয়, তবে পত্তন এলাকায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আশিক রহমান, জেলা বিএনপি’র সহসভাপতি গোলাম সারোয়ার খোকন ও মমিনুল হক, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা, জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ মিজানুর রহমান, জেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর, জেলা বিএনপি’র সদস্য হামদু মিয়া, বিজয়নগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, জাকির হোসেন শালম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাফিজ উল্লাহ, সাবেক সিনিয়র সহসভাপতি আজহার হোসেন চৌধুরী দিদার, সাইদ হাসান সানি, পত্তন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক দারু মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলফু মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিব সরকার, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান সাজিদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সঞ্চালক সাইনুর রহমান হৃদয়, পত্তন ইউনিয়ন বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ ভুইয়া, পত্তন ইউনিয়ন যুবদলের সভাপতি আনু খা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল ভুইয়া, ছাত্রনেতা মীর তানভীর প্রমুখ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক রহমত আলী।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল এবং রানার্স আপ দলকে ফ্রিজ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।