ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ১২ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোরে ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে ১৫ হাজার ১৯২টি মোবাইল ফোনের ডিসপ্লে এবং ১০৭টি উন্নতমানের কম্বলসহ বিপুল পরিমাণ বিদেশি পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় চোরাচালানকারীরা পালিয়ে গেলেও মালামাল জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, নাশকতা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। মহাপরিচালকের নির্দেশে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত এক বছরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে প্রায় ১৪০ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।