মেহেরপুরের মুজিবনগরে ভৈরব নদে গোসল করতে নেমে তানভির (২০) ও কৌশিক (২০) নামের দুই যুবক নিখোঁজ হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার রতনপুর-রশিকপুরের সুইচ গেটে এ মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিখোঁজ তানভির মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও মেহেরপুর পৌর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কৌশিক আমদহ গ্রামের মহিন শেখের ছেলে ও মেহেরপুর আলেয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজরা দুপুরে কয়েকজন বন্ধু মিলে রশিকপুর সুইচ গেটে গোসল করতে আসেন। এ সময় অনেকেই তাদের ঐ জায়গার পানিতে নামতে নিষেধ করে তবুও বন্ধুরা নদের স্রোতের মধ্যে নেমে পড়ে। হঠাৎ কৌশিক পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে তানভির পানিতে ঝাপিয়ে পড়ে। এর পরেই আশপাশের লোকজনও তাদের উদ্ধারে চেষ্টা করে দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়দের খবরে মুজিবনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে তাদের সন্ধান পাওয়া যায়নি।
মুজিবনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা জানান, নদীতে পানি প্রবাহ অনেক বেশি থাকায় তারা ডুবে গেছে। আমরা চেষ্টা করেও তাদের কোন সন্ধান মেলেনি এ কারণে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল ডাকা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ডুবুরি দল খুলনা থেকে রওনা দিয়েছে তারা পৌঁছুলে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হবে।