ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়ায় আগুনে পুড়ে এক ভ্যানচালকের তিনটি ষাঁড় গরুসহ গোয়াল ঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ভ্যানচালক প্রান কৃষ্ণ।
বুধবার (২২ অক্টোবর ) বেলা দুপুর সাড়ে ১২ টায় গড়েয়া ইউনিয়নে গুঞ্জরগড় মন্দির পাড়া গ্রামের ভ্যানচালক প্রান কৃষ্ণের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিনের বেলা হঠাৎ করেই প্রান কৃষ্ণের বাড়িতে গরুর গোয়াল ঘরে আগুন জ্বলে ওঠে। এতে মুহূর্তে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আধা ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে গোয়াল ঘরে থাকা ৫টি ষাঁড় গরুর মধ্যে ৩ গরু পুড়ে মারা যায়।
এছাড়া অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। এতে সর্বত্র হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভ্যানচালক । ক্ষতিগ্রস্ত ভ্যানচালক প্রান কৃষ্ণ জানান, ভ্যান চালিয়ে অনেক কষ্টে গরু ৬ টি আমি আর আমার ছেলে উত্তম মিলে লালন-পালন করেছি,এর মধ্যে ৩ টি গরু মারা গেছে বলে কান্নায় ভেঙ্গে পড়েন। মারা যাওয়া তিনটি গরু প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা দামে বিক্রি হতো।
আজকে আগুনে আমার একমাত্র অবলম্বন ৩টি গরু মারা গেছে। আমি কি করে চলবো এখন। তিনি জনপ্রতিনিধিসহ প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন রেনু, বলেন, আমি আগুনের খবর শুনে ঘটনা স্থলে গিয়ে দেখি, ভ্যানচালকের ৩ টি গরু পুড়ে ছাই হয়ে গেছে, আমি আমাদের ইউনিয়ন পরিষদের মধ্যে সহযোগিতার চেষ্টা করবো।