চাঁপাইনবাবগঞ্জের ঢোড়বোনা গ্রামে ব্যবসায়ী, প্রবাসী, রাজনৈতিক নেতা, কৃষকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি দিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও বোমাবাজিতে অতিষ্ট হয়ে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার (২২ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা পশ্চিমপাড়া মসজিদ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঢোড়বোনা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে গ্রামের কয়েক হাজার ভুক্তভোগী জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঢোড়বোনা গ্রামে একটি চাঁদাবাজ চক্রের অত্যাচরে অতিষ গ্রামবাসী। এই চক্রটি রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে জোরপূর্বক চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বোমাবাজি, লুটপাট ও সন্ত্রাসী হামলা করা হয়। এমনকি চাঁদাবাজি করে উল্টো হুমকি ও মামলা দেয়া হয় ভুক্তভোগীদের উপর। থানাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দফায় দফায় অভিযোগ করেও কোন সুরাহা মেলেনি।
তারা আরও বলেন, রাজনৈতিক দলের ছত্রছায়ায় চাঁদাবাজ চক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে চাঁদাবাজির আতঙ্কে দিন পার করছে গ্রামের মানুষজন। দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে চাঁদাবাজ চক্রকে গ্রামছাড়া করার হুশিয়ারী দেন তারা।
মানববন্ধনে চাঁদাবাজির শিকার ৩০ জন ভুক্তভোগীর তালিকা প্রকাশ করা হয়। এই ৩০ জন ভুক্তভোগীর কাছে বিভিন্ন পরিমাণ মিলিয়ে মোট প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকা চাঁদা আদায় করার অভিযোগ করেন গ্রামবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. হযরত আলী, নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য কাইয়ুম আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস উদ্দিন, ব্যবসায়ী নজরুল ইসলাম, পশ্চিমপাড়া মসজিদ কমিটির সদস্য মনিরুল ইসলাম, গোলাম রাব্বানী, সাবেক ইউপি সদস্য গোলাম মাসুম ডন, ফিরোজ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এনিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী, বোমাবাজি নিয়ে কোন মামলা হয়নি৷ অভিযোগ বা মামলা করলে চাঁদাবাজ চক্রকে আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।