পটুয়াখালীর গলাচিপায় মিথ্যা মামলায় গ্রেফতার ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় চিকনিকান্দি বাজার এলাকার সাধারণ জনগণ ও গ্রেফতারকৃত যুবদল কর্মী মেহেদী হাসান মুকুলের পরিবারের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদী হাসান মুকুলের ছেলে হাসিবুর রহমান হাসিব বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। রাজনীতির কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়ে পালিয়ে বেড়িয়েছেন। গ্রুপিং রাজনীতির শিকার হয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গত ২১ অক্টোবর বাবাকে গ্রেফতার করা হয়েছে। আদৌ সংখ্যালঘু পরিবারকে হুমকি ও চাঁদাবাজির সাথে আমার বাবা জড়িত নয়। তাই এ মামলার সঠিক তদন্তের দাবি জানান ।
তিনি আরও বলেন, মামলায় দোষ প্রমাণিত হওয়ার পূর্বে একজন ইউনিয়ন পর্যায়ের যুবদল কর্মীকে কিভাবে মামলা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে একজন কেন্দ্রীয় পর্যায়ের যুবদল নেতা কিভাবে বহিষ্কার করে সেটা তার বোধগম্য নয়। ইউনিয়ন পর্যায়ের নেতাকে নিয়মমাফিক উপজেলা পর্যায়ের নেতারা বহিষ্কার করতে পারে। এছাড়া সাংবাদিককে হুমকি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যেসব সাংবাদিকরা ফেসবুক পেইজে তার বাবাকে জড়িয়ে সংবাদ প্রচার করেছে সেখানে তার বাবার সাক্ষাৎকার নেয়া হয়নি। ঐ সাংবাদিকরা ঘটনাস্থলে না এসে প্রকৃত সত্য যাচাই না করে একতরফা সংবাদ প্রকাশ করেছে যা প্রকৃত সাংবাদিকের কাজ নয়। তারপরও তার বাবা সাংবাদিকদের সাথে যে আচরণ করেছেন তার জন্য তার পরিবারের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন।
এসময় এলাকার সাধারণ জনগণসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২১ অক্টোবর ২০২৫ রোজ মঙ্গলবার চিকনিকান্দি ইউনিয়ন যুবদল কর্মী মেহেদী হাসান মুকুলকে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে দল থেকে বহিষ্কার করা হয়।
এস/পি