তিন ঘন্টা বন্ধ কুমিল্লা-সিলেট মহাসড়ক
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় উভয় গোষ্ঠীর শতাধিক লোকজন টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া আর চিৎকারে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। কুমিল্লা-সিলেট মহাসড়ক তিন ঘণ্টা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রী ও সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, প্রায় ৪-৫ দিন আগে আওয়ামী লীগ–বিএনপি নিয়ে কথাকাটাকাটির জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম, আজিজ গোষ্ঠীর আক্তারকে চড় মারেন। ওই ঘটনার পর থেকেই দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার বিকেলে শালিশ বৈঠকে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও ব্যর্থ হয়। পরে রাতে মহাসড়কে টর্চ জ্বালিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী।
সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এরই জের ধরে সন্ধ্যার পর সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”তিনি আরও জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।