
একই শিশুকে দুইবার টিকা, পার্শ্বপ্রতিক্রিয়ায় হাসপাতালে ভর্তি
বান্দরবানের আলীকদম উপজেলায় জাতীয় টাইফয়েড গণ টিকাদান কার্যক্রমে দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। অভিযোগ মতে, এক শিশুকে একই টিকা দুইবার প্রয়োগের পর সে গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভুগছে। বর্তমানে শিশুটি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সুস্থ না হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে শরণাপন্ন হতে হচ্ছে শিশুটির।
ভুক্তভোগী শিশুর বাবা মুহাম্মদ সালাহ উদ্দীন জানান, তার ছেলে মুহাম্মদ মুনতাসির ইবনে সালেহ ১৪ অক্টোবর ওয়ামি একাডেমী কেন্দ্রে রেজিস্ট্রেশনকৃত ১ম ডোজ টিকা গ্রহণ করে। এরপর মাত্র চার দিন পর, ১৮ অক্টোবর আজিজিয়া ফয়জুল উলুম মাদরাসা কেন্দ্রে আবারও রেজিস্ট্রেশন ছাড়া দ্বিতীয়বার একই টিকা প্রদান করা হয়।
তিনি বলেন, “টিকা দেওয়ার আগে আমার ছেলে কর্মীদের জানিয়েছিল যে সে আগেই টিকা নিয়েছে। কিন্তু তার কথা গুরুত্ব দেওয়া হয়নি। জোরপূর্বক ২য় ডোজ প্রয়োগ করা হয়। টিকা দেওয়ার পর বাচ্চা কান্নাকাটি করে বাড়ি ফিরে আসে এবং কিছুক্ষণ পর থেকেই অসুস্থ হয়ে পড়ে।”
পরিবারের দাবি, পুনরায় টিকা দেওয়া হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর গলার ভিতরে ফোস্কা ও ক্ষত তৈরি হয় এবং অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।
এ ঘটনায় শিশুর বাবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, মাঠ পর্যায়ের টিকাদান কর্মীদের অবহেলা ও অব্যবস্থাপনার কারণে শিশুটি শারীরিক জটিলতায় পড়েছে। পাশাপাশি তিনি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা চিঠি দিয়েছে শিশুটির বাবা।