
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া ৬নং ওয়ার্ডের মসজিদপাড়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক পক্ষের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃত দুধ মিয়ার ছেলে রুবেল সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত দুধ মিয়া ও মলায় মিয়া পরিবারের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই জায়গায় বর্তমানে আশরাফ আহমেদ নাবিল নামে এক ব্যক্তি দেয়াল নির্মাণের কাজ চালাচ্ছেন।
রুবেল ও তার পরিবারের দাবি, উক্ত জায়গা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে ২৭৮/২৪ নং একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে।
তবে বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, ভাটপাড়ার মসজিদপাড়া এলাকায় জায়গাটির চারপাশে ইট দিয়ে পাকা বাউন্ডারি নির্মাণ করা হচ্ছে।
রুবেল বলেন, “আমাদের ৮৫৮ দাগের জায়গা আমার বাবা বিক্রি করেছিলেন মলাই মিয়ার কাছে। কিন্তু নাবিল এখন আমাদের বসতভিটার ৮৬০ দাগের জায়গার ভেতর জোরপূর্বক সে নির্মাণ কাজ করছে। আমরা ভয়ে কিছু বলতে পারি না। একাধিকবার পুলিশ এসে কাজ বন্ধ করতে বলেছে, কিন্তু তারা পুলিশ চলে যেতেই আবার শুরু করে।”
তিনি আরও বলেন, “আমরা আদালতের ওপর আস্থা রাখি। আইন যাকে দেবে, সেই জায়গা পাক। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে, যাতে নির্মাণকাজ বন্ধ ও পরিস্থিতি শান্ত রাখা যায়।
এ বিষয়ে অভিযুক্ত আশরাফ আহমেদ নাবিল বলেন, “আমরাই কাগজপত্রে বৈধ মালিক। কিন্তু তারা আমাদের কাজে বারবার বাধা দেয়। আজকেও পুলিশ এসে কাজ বন্ধ করেছে। আদালত যে রায় দেবে, আমরা তা মেনে নেবো।”