
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল (৫২) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে পৌর এলাকার আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনভর বীটঘর বাজারে দলীয় প্রচারপত্র বিতরণ শেষে সন্ধ্যায় উপজেলা কার্যালয়ে কিছুক্ষণ অবস্থান করেন মফিজুর রহমান। পরে রাতের দিকে পদ্মপাড়ার নিজ বাড়িতে ফেরার পথে আদালতপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে পরপর তিনটি গুলি ছোড়ে। দুটি গুলি তার পিঠে ও একটি কোমরের নিচে লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, “তার শরীরে তিনটি গুলি লেগেছে — দুটি পিঠে ও একটি কোমরের নিচে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।”
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।”
এদিকে এই ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। দলীয় নেতাকর্মীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।