
ব্রাহ্মণবাড়িয়ার বাঁশ বাজারে লিজ ইস্যুতে চলমান বিক্ষোভ ও ধর্মঘটের মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে ব্যবসায়ীদের সাথে একাত্মতা ঘোষনা করেছে বিএনপি নেতৃবৃন্দরা। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে বাঁশ বাজার এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতারা বলেন, জেলা প্রশাসক যেন এই জায়গাটি বাজারের ব্যবসায়ীদের জন্য বরাদ্দ দেন, যাতে সাধারণ মানুষের চলাচল ও ব্যবসায়িক কার্যক্রমে সুবিধা হয়। তারা প্রশাসনকে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
নেতারা আরও দাবি করেন, যে ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা প্রত্যাহার করতে হবে।
বিএনপি নেতারা বলেন, বাঁশ বাজার লিজ ইস্যুতে প্রশাসনের অনিয়ম ও হয়রানি মেনে নেবে না জনগণ। ব্যবসায়ীদের ন্যায্য দাবি আদায়ে বিএনপি সবসময় পাশে থাকবে। এদিকে সকাল থেকেই শহরের আনন্দ বাজার, লাখি বাজার, সড়ক বাজার, নিউ মার্কেটসহ ১১টি বাজারের শতাধিক দোকানদার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ মিছিল করে। তাদের এই দাবি না মানা হলে অনির্দিষ্ট কালের ধর্মঘট চলবে বলে ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান। এছাড়া জেলার প্রধান এই বাজার বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারা পণ্য না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।