পটুয়াখালীর গলাচিপায় ঢাকা ও গাজীপুরে মসজিদের খতিব ও ইমামকে গুম করে হত্যার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে গলাচিপা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “ইমাম ও খতিবদের উপর হামলা বা গুমের মতো ন্যক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। যারা ইসলামের খেদমতে নিয়োজিত, তাদের উপর এমন বর্বরোচিত আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।