রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
Title :
নির্বাচনের আগে সংঘাতের প্রস্তুতি নিয়ে রেখেছে দলগুলো: তথ্য উপদেষ্টা গাংনীর দুই সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ৬০ জনকে পুশব্যাক বিএনপি সরকার গঠন করলে অবহেলিত চরাঞ্চল হবে উন্নয়নের দৃষ্টান্ত-হাসান মামুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত ২০ ঢাকা-গাজীপুরে ইমামকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদে গলাচিপায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর লিজ বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মঘট, বিএনপি নেতাদের একাত্মতা ঘোষণা কবিরাজের দেয়া তথ্যে মামলার আসামী করে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন আলীকদমে টাইফয়েড গণটিকায় অব্যবস্থাপনা অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ!

বিএনপি সরকার গঠন করলে অবহেলিত চরাঞ্চল হবে উন্নয়নের দৃষ্টান্ত-হাসান মামুন

হেলাল উদ্দীন, পটুয়াখালী
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪৪ Time View
বিএনপি সরকার গঠন করলে অবহেলিত চরাঞ্চল হবে উন্নয়নের দৃষ্টান্ত-হাসান মামুন
বিএনপি সরকার গঠন করলে অবহেলিত চরাঞ্চল হবে উন্নয়নের দৃষ্টান্ত-হাসান মামুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চরকাজলের ছোট শিবা শুক্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন।

চরশিবা সাংগঠনিক ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান ইসমাইল হাওলাদারের সঞ্চালনায় এবং চরকাজল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন খান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আ. সত্তার হাওলাদার।

সভায় আরও উপস্থিত ছিলেন চরকাজল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মশিউর রহমান টিপু বিশ্বাস, চরশিবা সাংগঠনিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু হানিফ হাওলাদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বিকেল ৪টার দিকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে প্রচণ্ড গরমের কারণে অনুষ্ঠান শুরুতে কিছুটা বিলম্ব হয়। তবে গরম উপেক্ষা করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি-সম্পাদকদের নেতৃত্বে শত শত নারী-পুরুষ মিছিলসহকারে সভাস্থলে উপস্থিত হন। মুহূর্তেই মাঠটি রূপ নেয় হাজারো মানুষের মিলনমেলায়।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন,“জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে অবহেলিত চরাঞ্চলকে উপজেলায় উন্নীত করে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, শিল্প-কারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এ অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করা হবে।”

তিনি আরও বলেন, “হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বীই এ দেশের নাগরিক। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসাথে বসবাসের একমাত্র ভরসাস্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।”

শেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান-বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সহযোগিতা করতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin