
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চরকাজলের ছোট শিবা শুক্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন।
চরশিবা সাংগঠনিক ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান ইসমাইল হাওলাদারের সঞ্চালনায় এবং চরকাজল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন খান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আ. সত্তার হাওলাদার।
সভায় আরও উপস্থিত ছিলেন চরকাজল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মশিউর রহমান টিপু বিশ্বাস, চরশিবা সাংগঠনিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু হানিফ হাওলাদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বিকেল ৪টার দিকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে প্রচণ্ড গরমের কারণে অনুষ্ঠান শুরুতে কিছুটা বিলম্ব হয়। তবে গরম উপেক্ষা করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি-সম্পাদকদের নেতৃত্বে শত শত নারী-পুরুষ মিছিলসহকারে সভাস্থলে উপস্থিত হন। মুহূর্তেই মাঠটি রূপ নেয় হাজারো মানুষের মিলনমেলায়।
প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন,“জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে অবহেলিত চরাঞ্চলকে উপজেলায় উন্নীত করে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, শিল্প-কারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এ অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করা হবে।”
তিনি আরও বলেন, “হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বীই এ দেশের নাগরিক। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসাথে বসবাসের একমাত্র ভরসাস্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।”
শেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান-বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সহযোগিতা করতে।