দেশের সর্বশেষ বান্দরবান ৩০০ নং আসনের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে গুলশানে মিটিং ডেকেছে কেন্দ্রীয় বিএনপি। কী বার্তা আসতে পারে এবং বান্দরবান ৩০০ নং আসনে কে পাচ্ছে মনোনয়ন ও কে হচ্ছে ধান শীষের কান্ডরি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে গুরুত্বপূর্ণ এক মিটিং'র আহ্বান করা হয়েছে।
রবিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন সম্পর্কিত মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম এ মিটিং'র আহ্বান করেন। এই মিটিংয়ে বান্দরবানসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন বেশ কয়েকটি আসনের মনোনয়ন প্রত্যাশীরাও উপস্থিত থাকতে পারে বলে জানা যায়। তবে সব আসন নিয়ে আলাদা আলাদা বসবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, মিটিংএ বিএনপি’র স্থায়ী কমিটির দুই থেকে তিনজন প্রভাবশালী সদস্য উপস্থিত থাকার কথা রয়েছে।তাদের মধ্যে অন্যতম হতে পারেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মিটিংএ মনোনয়ন প্রত্যাশীদের সাথে সরাসরি কথা বলবেন দলের দায়িত্বশীল নেতারা। তারা প্রার্থীদের এলাকার জনপ্রিয়তা,সাংগঠনিক ভূমিকা,ত্যাগ ও গ্রহণযোগ্যতা সম্পর্কে মতামত গ্রহণ করবেন।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মিটিং'র সার্বিক আলোচনা ও প্রাপ্ত তথ্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে পাঠানো হবে। পরে তিনি ব্যক্তিগতভাবে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একজনকে মোবাইল ফোনে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানা গেছে।
দলের এক কেন্দ্রীয় নেতা বলেন,তারেক রহমান নিজে থেকেই প্রত্যেক আসনে যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় প্রার্থী বাছাইয়ের চেষ্টা করছেন। বান্দরবান আসনেও তিনি বিশেষ নজর দিচ্ছেন।
রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, মিটিংয়ে বান্দরবান আসনের সম্ভাব্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম সম্পর্কে একটি ইঙ্গিত পাওয়া যেতে পারে।