
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের মোবাইল ব্যবসায়ী মাহবুবুর রহমানকে ‘ছাত্রলীগ নেতা’ বানিয়ে গ্রেপ্তারের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইউনিয়ন জামায়াত–বিএনপির নেতাকর্মী ও বাজারের ব্যবসায়ীরা।
রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বাজারের সাধারণ ব্যবসায়ীরাও অংশ নেন।
মানববন্ধনে গ্রেপ্তার মাহবুবুর রহমানের বড় ভাই হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, “আমার ভাই অরুয়াইল বাজারের একজন মোবাইল ব্যবসায়ী। গ্রামের প্রতিবেশী কাশেম ও সেলিমের সঙ্গে জমি–জমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে কাশেম ও সেলিমের আত্মীয়, ব্রাহ্মণবাড়িয়া আদালতের কর্মচারী কাউসারকে ব্যবহার করে আমার ভাই মাহবুবকে ভুয়া প্যাডে ছাত্রলীগ নেতা বানানো হয়। এরপর ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া মোড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরবিরোধী আন্দোলনের সময় নিহত হাফেজ আল আমিন হত্যা মামলায় মাহবুবকে আসামি দেখানো হয়। চলতি বছরের ২১ সেপ্টেম্বর পাকশিমুল গ্রাম থেকে সরাইল থানা পুলিশ আমার ভাইকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।”
এই ঘটনার পর থেকে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার জামায়াত–বিএনপি নেতাকর্মীরা। তাঁরা মোবাইল ব্যবসায়ী মাহবুবুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।