
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের আয়োজনে সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোঃ হাফিজুল্লাহ’র নেতৃত্বে সোমবার বিকেলে শহরের কাউতলী এলাকা থেকে বিশাল মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে গিয়ে মূল র্যালিতে যোগ দেয়।
এ সময় উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ, জেলা যুবদলের পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আমান উল্লাহ আমান, জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক নজির আহমেদ, শেখ হাবিবুল্লাহ স্মৃতি সংসদের সভাপতি বাবুল চৌধুরী, জেলা যুবদল নেতা শেখ আদিল, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সোলায়মান হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন মিয়া, সাবেক আইন সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, জেলা যুবদল নেতা শেখ হাকিম, শেখ রমজান, আল আমিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এখলাস খান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ বাবু, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন রনি, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম, শেখ মাহমুদউল্লাহ, শেখ জনি, মোঃ বাবু, মোজাম্মেল, আরাফাত প্রমুখ।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।