
সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারী প্রথা বাতিল করে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে ভর্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা বাংলাবান্ধা মহসড়কের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন কিন্টারগার্ডেন স্কুলের শিক্ষক. শিক্ষার্থী, এবং অভিভাবকরা অংশ নেয়।
ঘন্টাব্যাপি এই মানববন্ধনে বক্তারা বলেন, বিগত র্ফ্যাসিস্ট আওয়ামীলীগের সময়ের এই কালো আইনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা ভালো মানের স্কুলে ভর্তি হতে পারছেনা। তাদেরকে পরিবার পরিজন রেখে অল্প বয়সে দুরে গিয়ে পড়তে হচ্ছে। ফলে তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। এতে তার লেখাপড়ার ক্ষতি হওয়ার পাশাপাশি মেধা বিকশিত হতে পারছেনা । ৫ম শ্রেণীর শিক্ষার্থী এবং সচেতন অভিভাবকরা এই মানববন্ধনের আয়োজন করে। পঞ্চগড় জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এপিপি এডভোকেট ইয়াসুল হক দুলাল, পঞ্চগড়
জেলা কিন্টার গার্টেন ও শিক্ষক কল্যান সংস্থার সভাপতি সোয়েব আলী সবুজ , লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালক শামসুজ্জামান বিপ্লব, সানসাইন ইংলিশ গ্রামার স্কুলের অধ্যক্ষ বাকের হোসেন, হান্নান শেখ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইুফুল ইসলাম শাহীনসহ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা এসময় বক্তব্য রাখেন।