
জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বরিশালে জাকের পার্টির নির্বাচনী জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বাকেরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে এই জনসভা ও র্যালীর আয়োজন করা হয়।
বাকেরগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি হারুন আল কবির জোমাদ্দারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল । বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল।
বক্তারা শান্তি ও স্থিতিশীলতা, সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও সাহসী মনোভাব নিয়ে সবাইকে গোলাপ ফুল মার্কায় কাজ করার অনুরোধ জানান।
এসময় আলহাজ্ব মিজানুর রহমান বাচ্চু, মাওলানা সাইফুল ইসলাম জিহাদীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, আটরশি পীর সাহেবের আশেকান, জাকেরান ও সমর্থকরা উপস্থিত ছিলেন।