
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গনজমায়েত উপলক্ষে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বর থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী বের হয়।
দেবীগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। পরে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মুশফিকুর রহমান রাজুর সভাপতিত্বে গনজমায়েত ও আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
তিনি বলেন, একটি দল নির্বাচন কে বানচাল করার জন্য পিআর পদ্ধতি চালু করার দাবি করেন। এখন তারা গন ভোটের পদ্ধতি চালু করতে চাচ্ছে। নির্বাচনে পরাজিত হবে এ ভয়ে তারা একেক সময় একেক কথা বলে বেড়াচ্ছে।
আপনারা দরের পক্ষে ভোট চাবেন। আমরা জনগনের সাথে আছি, জনগণের সাথে থাকবো। একটি দল হিন্দু ধর্মের লোকদের ডেকে নিয়ে এসে কমিটি করছেন। তাদের বক্তব্য ভিডিও করে প্রচার করতেছেন।
তিনি আরও বলেন, পরাজিত শক্তিরা নির্বাচন কে ভন্ডুল করার জন্য চেষ্টা করছে। আমরা যে কোন মূল্যে ফেব্রুয়ারি মাসের নির্বাচনে জয় যুক্ত হবো।
পঞ্চগড় জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবুর প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল যুব গনজমায়েতের উদ্ধোধন করেন।
এসময় বক্তব্য দেন দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহীনুর রহমান গুড্ডু, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী, সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলামসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদলের নেতাকর্মীসহ দেবীগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন ও দেবীগঞ্জ পৌরসভার যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব রোকনুজ্জামান সুমন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।