
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অভিযানে সরাইল বিশ্বরোড এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে সিলেটগামী রাস্তায় এফকন কোম্পানির অস্থায়ী ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রায়হান উদ্দিন (২৪) হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার গুনকিরপার এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাঁটিহাতা হাইওয়ে থানার একটি টিম অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে আটক করে। এ সময় তার হাতে থাকা ডিসলাইনের কয়েলবক্সে তার দিয়ে পেঁচানো ও কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।”