ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে ইমরান মিয়া (ডাকনাম রোহান) নামে ৯ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ রোহান স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া ও আকলিমা আক্তার দম্পতির একমাত্র সন্তান।
পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল ৭টার দিকে রোহান বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ইমরানের বয়স আনুমানিক ৯ বছর, উচ্চতা প্রায় ৩ ফুট ৮ ইঞ্চি, ওজন প্রায় ২০ কেজি। গায়ের রঙ শ্যামলা, এবং চুল ছোট।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ শিশুটির সন্ধান পেলে অনুগ্রহ করে তার পিতা রুবেল মিয়া (মোবাইল: ০১৭৯৩৭৭৪৫২২) অথবা চাচা মো. তারেক (মোবাইল: ০১৮৭৪৭৩৪৩৭৬)–এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ সন্তানের খোঁজে রোহানের মা-বাবা এখন দিশেহারা। তাদের একমাত্র সন্তানকে ফিরে পেতে তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।