
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের দাবিতে ফের সড়কে নেমেছে শিক্ষার্থীরা। শনিবার (০৩ নভেম্বর ২০২৫) সকালে ওই কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে জেলার আরও পাঁচটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
শিক্ষার্থীরা সকাল থেকে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজের মূল ফটকের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাটের কারণে তাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। তারা দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কলেজের সীমানা দেয়াল ও দৃষ্টিনন্দন গেইট নির্মাণের দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, “”আজকের মধ্যেই প্রশাসনকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় আগামীতে জেলার সব কলেজের শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।””
তারা আরও অভিযোগ করেন, এর আগে চার দফায় আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন।
আন্দোলনে সংহতি প্রকাশ করে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা, এর মধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, কওমি ছাত্র আন্দোলন, সোনালী সকাল বাংলাদেশ, হেল্প লাইন কমিউনিটি বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনসহ আরও কয়েকটি সংগঠন অংশ নেয়।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।