পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে সিংহা নামে ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মাথাফাটা গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। শিশু সিংহা তেতুঁলিয়া উপজেলার সদর ইউনিয়নের মাথাফাটা এলাকার সাইদুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটির খেলা করার সময়ে বাড়ি থেকে কিছু দূরে থাকা একটি পুকুরে পড়ে যায় । দীর্ঘ সময় পার হলেও সিংহা বাড়িতে না আসায় পরিবারের লোকজন খুঁজতে থাকেন। বেশ কিছুক্ষণ পর তারা সিংহাকে পুকুরের পানিতে ভাসতে দেখে।
পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু সিংহার মৃত্যুর সংবাদ পেয়ে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকি হাসপাতালে যান।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া শিশু সিংহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে ইউডি মামলা হবে।