
প্রতারণা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড এর সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ সোমবার সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমীন জাহান এ আদেশ দেন। জেল হাজতে পাঠানো ওই দুই সাবেক কর্মকর্তা হলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরুল আবছার ও সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ নাসিবুজ্জামান তালুকদার।
মামলার বিবরণে জানাযায়, ২০২৪ সালের ২২ নভেম্বর বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড এর উপ মহাব্যবস্থাপক (লিগ্যাল) মোঃ আবুল বাশার মিজি বাদী হয়ে বিজিএফসিএল’এর সাবেক সমন্বয় কর্মকর্তা এ,টি,এম শাহ আলমকে ১ নং আসামী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরুল আবছারকে ২ নং আসামী এবং সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ নাসিবুজ্জামান তালুকদারকে ৩ নং আসামী করে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, বিজিএফসিএল’এর সাবেক সমন্বয় কর্মকর্তা এ,টি,এম শাহ আলম ১৯৯০ সালে চাকুরীর জন্য দেয়া আবেদন পত্রের তার জীবন বৃত্তান্তে জন্ম সাল ২৮/১২/১৯৬১ সাল উল্লেখ করেন। এবং ২৮/৬/১৯৯২ সালে সহকারী সমন্বয় কর্মকর্তা হিসেবে যোগদান করে। কিন্তু পরবর্তীতে তিনি তার এসএসসি সনদে জালিয়াতি করে জন্মসাল ১৯৬২ দেখিয়ে একবছর বেশী সময়কাল চাকুরী করেন এবং ২৭/১২/২০২১ ইং তারিখে অবসর উত্তর ছুটি (পিআরএল) তে গমন করেন। বিষয়টি নিয়ে অভিযোগ উঠলে পেট্রোবাংলা এবং বিজিএফসিএল’ এর একাধিক তদন্ত কমিটির তদন্তে জন্ম তারিখ জালিয়াতির বিষয়টি উঠে আসে। এ অবস্থায় এ,টি,এম শাহ আলম অতিরিক্ত এক বছর চাকুরী করে ৭৪ লাখ ৪ হাজার টাকা অতিরিক্ত গ্রহন করে জালিয়াতি করে। আর এর সাথে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক নূরুল আবছার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ নাসিবুজ্জামান তালুকদারের যোগসাজশে এই অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগ আনা হয়।
মামলার পর থেকে ১ নং আসামী এ,টি,এম শাহ আলম পলাতক রয়েছেন। তবে মামলার অন্য আসামী সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরুল আবছার ও সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ নাসিবুজ্জামান তালুকদার উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। কিন্তু জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার সকালে ওই দুই কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর নিদের্শ দেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া কোর্ট পরিদর্শক মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, এই মামলার ৩ জন আসামী মধ্যে দুই সাবেক কর্মকর্তা আদালতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।