ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ও একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম আশুগঞ্জ রওশন আরা জলিল গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান পরিচালনা করে একটি পিকআপ আটক করে। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জালাল (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাইজখার এলাকার মৃত আব্দুর রউফের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।