রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না: ইসি সানাউল্লাহ শরীফ ওসমান হাদীর ওপর হামলা: সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় দিলিপের ফাঁসি ও বহিস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদসহ হয়রানি থেকে মুক্তি চান ব্যবসায়ী ছোট্ট মিয়া সারা দেশে নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেপ্তার

বান্দরবান আসনে বিএনপির মনোনয়ন পেলেন রাজপুত্র সাচিং প্রু জেরী

বান্দরবান প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২১ Time View
বান্দরবান আসনে বিএনপির মনোনয়ন পেলেন রাজপুত্র সাচিং প্রু জেরী
বান্দরবান আসনে বিএনপির মনোনয়ন পেলেন রাজপুত্র সাচিং প্রু জেরী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে রাজপুত্র সাচিং প্রু জেরীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় বান্দরবান আসনে সাবেক সাংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বান্দরবান আসলে সাচিং প্রু জেরীর নাম ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় হয়েছে মিষ্টি বিতরণ। বিশেষ করে বিএনপি’র সাচিং প্রু জেরীর সমর্থিত নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার ছড়িয়ে পড়ে। অপরদিকে হতাশার সৃষ্টি হয় মাম্যেচিং ও জাবেদ রেজা সমর্থিত নেতাকর্মীদের মধ্যে। যদিও সকল নেতাকর্মীদের একসাথে নির্বাচনে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচনে জয়লাভ করতে নেতাকর্মীরা সকল দ্বিধা বিভেদ ভুলে একসাথে কাজ করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতারা যে নির্দেশনা দিবেন তা অবশ্যই আমরা সবাই মেনে চলবো।

তবে তাৎক্ষণিকভাবে জেলা বিএনপির সাবেক সভাপতি মাম্যেচিং এর কোনো মন্তব্য পাওয়া যায়নি। বান্দরবান জেলা বিএনপি থেকে সাচিং প্রু জেরী, মাম্যাচিং ও জাবেদ রেজা মনোনয়ন প্রার্থী ছিলেন। এদের তিনজনকে নিয়েই সম্প্রতি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম। সেখানে স্পষ্টভাবে নির্দেশনা দেয়া হয় যাকে মনোনয়ন দেয়া হবে সবাই তার পক্ষে কাজ করবে। তবে তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন কেন্দ্রীয় নেতাদের নির্দেশনার পরেও বান্দরবান জেলা বিএনপির দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসন হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।

বিএনপির দ্বন্দ্বের কারণে বান্দরবান সংসদীয় আসনটি এ পর্যন্ত আওয়ামী লীগের দখলেই ছিল। বিশেষ করে রাজপুত্র সাচিং প্রু জেরী ও রাজপুত্রবধূ মাম্যেচিং এর রাজ পরিবারের দ্বন্দ্ব এখনো চলমান রয়েছে। একই সূত্র ধরে জেরীর সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন জাবেদ রেজা। নির্বাচনের আগে এই দ্বন্দ্ব কতটুকু নিরসন হয় সেই দিকেই চেয়ে রয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। এবার আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকায় বিএনপি’র মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর জন্য সুযোগ বয়ে আনবে বলে মনে করছেন দলের অনেকেই।

এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে বান্দরবানে জনসংহতি সমিতির সমর্থিত কেএসমং মারমা, নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আবুল কালাম ও বিএনপি’র সাচিং প্রু জেরী বান্দরবানের সংসদীয় আসনে প্রার্থী হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin