ফেসবুকে গড়ে ওঠা অসম প্রেমের টানে নরসিংদী জেলার এক ১৪ বছর বয়সী কিশোরী জামালপুরে চলে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়।
জানা গেছে, গতরাতে নরসিংদী থেকে জামালপুর পৌরসভার ছোটগড় এলাকায় আসে ওই কিশোরী। বিষয়টি জানাজানি হলে পুলিশ ও সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সহকর্মী আরজু ও মাজহারসহ সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে মেয়েটিকে উদ্ধার করে জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়।
আগামীকাল মেয়েটির বাবা ও মা নরসিংদী থেকে জামালপুরে এসে মেয়েকে ফিরিয়ে নেবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, হারিয়ে যাওয়া ও পাচার হয়ে আসা শিশুদের আশ্রয়ের নিরাপদ স্থান হিসেবে জামালপুরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রটি ইতোমধ্যে আস্থা অর্জন করেছে। এখানকার উপ-প্রকল্প পরিচালক আলমগীর একজন সংস্কৃতিজন ও সংগীতশিল্পী হিসেবে শিশুদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।